পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত বস্ত্র খাতে কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। ইজিএমের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২৯ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কী কারণে ঘোষিত সময়ে ইজিএমটি হচ্ছে না তা জানা যায়নি। কোম্পানি কর্তৃপক্ষ তাদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেছে। ইজিএমের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পর্ষদ সভায় ২৯ জানুয়ারি আলোচিত ইজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল। হাইকোর্টের এক নির্দেশনা অনুসারে, কোম্পানিকে ইজিএমের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার আলোকে ওই ইজিএম আহ্বান করা হয়েছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এনভয় টেক্সটাইলসের ইজিএম স্থগিত https://corporatesangbad.com/62888/ |