সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি। সকাল থেকে সূর্যের দেখা মিললেও বইছে হিমেল হাওয়া, বাড়ছে শীত। কিন্তু এর মধ্যে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। যদিও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি। গতকাল ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি।
তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি। এই মাসজুড়ে আবহাওয়া প্রায় এমনই থাকতে পারে, এরপর তাপমাত্রা বাড়বে।
অন্যদিকে, সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালু থাকলেও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, আকাশে সূর্য থাকায় আজ ক্লাস চালু রাখা হয়েছে। আসলে দিনে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। এদিকে ছুটি দিয়ে রাখলে শিক্ষার্থীদের পড়াশোনা নষ্ট হয়, তাই আজ জেলার মোট ১ হাজার ১৬৭১টি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে তীব্র শীতেও খোলা প্রাথমিক বিদ্যালয় https://corporatesangbad.com/62686/ |