বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। যার গানে বুঁদ হয়ে থাকেন সারাবিশ্বের শ্রোতা-দর্শকরা। শুধু নিজ দেশেই নয়, বলিউডেও ব্যাপক খ্যাতি রয়েছে তার। তবে এবার ন্যক্কারজনক এক ঘটনায় খবরের শিরোনামে উঠে এলো এই গায়কের নাম।
নিজের শিষ্যকে পিটিয়ে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল বিখ্যাত এই সংগীতশিল্পী। খ্যাতিমান গায়কের এমন কাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ নেটিজেনরা। পাশাপাশি তীব্র সমালোচনাও করছেন রাহাতের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ভিডিওটি শেয়ার করেছেন পাকিস্তানি সাংবাদিক গোলাম আব্বাসি শাহ। আর সেখানেই এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ওই সাংবাদিক লিখেছেন, ‘বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী তার শিষ্যকে মারধর করছেন।’ আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই কড়া সমালোচনার মুখে পড়েন রাহাত।
ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ঘাড়ে চেপে ধরে বেধড়ক মারধর করছেন আরেক ব্যক্তি। এরপর লোকটির মুখে থাপ্পড় মারেন। এর মাঝে মারধর করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বোতল কোথায়।
রাহাতের ব্যবহার নিয়ে যখন নেটদুনিয়ায় জোর চর্চা চলছে, তখনই নতুন আরেকটি ভিডিও দিয়ে সাফাই গেয়েছেন এই গায়ক। এই ভিডিওতে তিনি বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজার করে ভালোবাসা দিই, আর ভুল করলে তাকে শাস্তি দিই।’
এ ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তিও রাহাত ফতেহ আলীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি আমার বাবার মতো। তিনি আমাদের অনেক ভালোবাসেন। যারা এই ভিডিও ছড়িয়েছেন, তারা আমার ওস্তাদের মানহানি করার চেষ্টা করছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
'শিষ্যকে' পিটিয়ে তোপের মুখে রাহাত ফতেহ আলী https://corporatesangbad.com/62663/ |