দরপতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

Posted on January 28, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১১টি বা ৭৮.৯৩ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফিন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আজ রোববার ২৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা গেছে, আগের কার্যদিবসে জিএসপি ফিন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ১০.০ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিএসপি ফিন্যান্স টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ফিন্যান্সের ৯.৯২ শতাংশ, বাংলাদেশ থাইয়ের ৯.৮৮ শতাংশ, এশাইনপুকুর সিরামিকসের ৯.৮৫ শতাংশ, কেডিএস এক্সসরিজের ৯.৮৫ শতাংশ, রিং সাইন টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৮১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৮০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৭৭ শতাংশ এবং আইপিডিসির ৯.৫২ শতাংশ শেয়ার দর কমেছে।