তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জে ওরশে অতিরিক্ত মাদক সেবন করে মাতলামির সময় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দু'জনের মৃত্যু হয়। ইনাতগন্জ ইউনিয়নের কাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যাওয়া ব্যক্তিরা হলেন কাঁকড়া গ্রামের আব্দুল কালাম (৫০) ও পার্শ্ববর্তী গোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৫৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নোমান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কাঁকড়া গ্রামে নবীন শাহের মাজারে ওরস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেকে সেখানে প্রকাশ্যে মাদক সেবন করেছেন।
কালাম ও আজিজ অতিরিক্ত মদ্যপান করে মাতলামি করছিলেন। রাত ১১টার দিকে কালাম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া অন্যজনকে অচেতন অবস্থায় আজিজকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার তাদের দাফন সম্পন্ন হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ওরশে অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু https://corporatesangbad.com/62350/ |