আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ র্যা ব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ ও র্যা বের সদস্যরা। অভিযান শেষে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সেবা ও লাইসেন্স নাবায়ন না করা এমন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্যসেবার মান বজায় রেখে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার নিদের্শসহ সতর্ক করা হয়।
আল-হেরা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টি সেন্টার ১০ হাজার, লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল ২৫ হাজার, আল মদিনা ক্লিনিক ৩০ হাজার, হাবিবা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টি ২৫ হাজার, মেসার্স মেডিসিন বক্স ফার্মেসী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঝিনাইদহে ৫ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা https://corporatesangbad.com/62245/ |