কর্পোরেট ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি. কে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এর কাছ থেকে ক্রেস্ট ও সাটিফিকেট গ্রহণ করেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মো: ইকবাল বাহার সহ জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রাজস্ব আহরণে বিশেষ অবদানে সম্মাননা পেল প্রাইম ব্যাংক পিএলসি. https://corporatesangbad.com/62226/ |