কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনে চিকিৎসা সেবা ও ল্যাব টেস্টে দেশের সর্বোচ্চ মেগা অফার ঘোষণা দেয়া হয়েছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক-আপ প্যাকেজ, নিয়মিত সেবা ও ল্যাব টেস্টে এ অফার ঘোষণা দেয়া হয়। এই মেগা অফারের আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪৫% ছাড় ঘোষণা দেয়া হয়েছে।
এছাড়া ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য সকল ইসলামী ব্যাংক হাসপাতালে ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪০% এবং সকল রেডিওলোজি ও ইমেজিং টেস্টে ৩৫% ছাড় প্রদান করা হচ্ছে। ইমার্জেন্সি ফি (আউটডোর) ১০%, ডেন্টাল ও ফিজিওথেরাপি ১০%, সকল ধরণের দেশীয় মেডিসিন ৫% ও কোভিড-১৯ র্যাপিড পিসিআর টেস্ট (মূল্য) ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য চিকিৎসাসেবায় সর্বোচ্চ মেগা অফার https://corporatesangbad.com/62214/ |