কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সন্মানিত সদস্য, সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এর নিকট থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে কর কমিশনার মোঃ ইকবাল বাহার, বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা, প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, মোঃ কামরুজ্জামান চেীধুরীসহ এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেল প্রিমিয়ার ব্যাংক https://corporatesangbad.com/62211/ |