ব্যাংকাস্যুরেন্স ব্যবসা করার অনুমোদন পেল সিটি ব্যাংক

Posted on January 25, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক: সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য অনুমোদন পেয়েছে। দেশের ব্যাংকিং খাতে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এটিই প্রথম অনুমোদন।

এখন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করার সঙ্গে সঙ্গে সিটি ব্যাংক তার যাবতীয় শাখা ও অন্যান্য চ্যানেল ব্যবহার করে গ্রাহকদের কাছে বীমা পণ্য বাজারজাত ও বিক্রি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকী সিটি ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফের কাছে আজ এই অনুমোদনপত্রটি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান এবং সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।