বিনোদন ডেস্ক : ৯৬তম অস্কার আসরে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ সিনেমা সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে অস্কারের এ আসরে। সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো।
নাজরিন চৌধুরীর এ সিনেমাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের র্যাচেল নামের এক সিঙ্গেল মায়ের গল্প তুলে ধরা হয়েছে। এতে দুই সন্তান নিয়ে ওয়েট্রেস পেশার ওই নারী যেসব চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়েন, সেসব উপস্থাপন করা হয়েছে। রাজ্যটিতে গর্ভপাত নিষিদ্ধ থাকার কারণে অন্য অঞ্চলে গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এ জন্য টাকার জোগাড় করতে হয় তাকে। আর এসব ঘটনাগুলোর মধ্যে হৃদয়বিদারক সত্যের মুখোমুখি হতে হয় তাকে। যা জীবনের গতিপথকে পরিবর্তন করে ওই নারীর।
অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের একটি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডারস’ সিরিজের দুটি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান এই অভিনেত্রী। এছাড়াও কিছু টেলিভিশন অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি।
নাজরিন চৌধুরীর মা-বাবা বাংলাদেশি হলেও ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম লন্ডনে বেড়ে উঠেছেন তিনি। কিংস কলেজ লন্ডনে বায়োমেডিকেল সায়েন্সে পড়ালেখা করেছেন। ডাক্তার হওয়ার জন্য নাজরিন চৌধুরী বিএসসি অনার্সসহ স্নাতক সম্পন্ন করেছেন। তবে নিজেকে প্রকাশ করেছেন একজন লেখক হিসেবে।
তিনি একাধারে একজন অভিনেত্রী, নাট্যকার, টেলিভিশন প্রযোজক, লেখক ও চিত্রনাট্যকার। তার লেখা রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’ রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড লাভ করে ২০০৬ সালে। প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’ এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদানও পেয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে হওয়া আয়োজনটি অস্কারের দুই ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও প্রচার হয়েছে অনুষ্ঠানটি। আর আগামী ১০ মার্চ ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৬তম আসন অনুষ্ঠিত হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরী https://corporatesangbad.com/62020/ |