পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। একই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৩৭ কোটি ২৭ লক্ষ ৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৭৩ কোটি ২১ লক্ষ ৭৬ হাজার ৬২৫টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক পয়েন্ট ৪৯.৬১ কমে ৬২২৬.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯.০৭ পয়েন্ট কমে২১৩৯.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১১.২৬ পয়েন্ট কমে ১৩৭২.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সোনালি পেপার, ফু-ওয়াং ফুড, অরিয়ন ইনফিউশন, বিডি থাই, আইএফআইসি, একমি ফার্মা, ইএইচএল, সেন্ট্রাল ফার্মা,দেশবন্ধু পলিমার ও ফরচুন সুজ।
দর বৃদ্ধির শীর্ষেপ্রধান ১০টি কোম্পানি হলো:-সিকদার ইন্সুঃ, আইএফআইসি, আফতাব অটো, খান ব্রাদার্স পিপি, আইএসএন লিঃ, খুলনা প্রিন্টিং, লিব্রা ইনফিউশন, মালেক স্পিনিং, আলহাজ্ব টেক্স, ফু-ওয়াং ফুড ও ইনটেক লিঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-এইচআর টেক্স, বিএসসিসিএল, কেডিএস এক্সেসরিজ, আইপিডিসি, জিএসপি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এমএলডাইং, মতিন স্পিনিং ও নিউ লাইনক্লথিং লিঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৬১১৯৯৯৮২৯০০০.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে কমেছে লেনদেনও https://corporatesangbad.com/61968/ |