দর পতনের শীর্ষে এইচআর টেক্সটাইল

Posted on January 24, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এইচআর টেক্সটাইল লিমিটেডের।

আজ বুধবার ২৪ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার দর কমেছে ১৯ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

আর ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এমএল ডাইং, মতিন স্পিনিং এবং নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।