৭০০ মিলিয়ন ডলার ঋণ দিতে চায় বিশ্বব্যাংক: পররাষ্ট্রমন্ত্রী

Posted on January 23, 2024

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক বাংলাদেশকে নতুন করে ৭০০ মিলিয়ন ডলার গ্রান্ট এবং সফট লোন দিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।

উগান্ডায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সামিট এবং ৩য় সাউথ সামিট শেষে দেশে ফিরে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে ৭০০ মিলিয়ন ডলার গ্রান্ট এবং সফট লোন দেয়ার আগ্রহ জানিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের জন্য ৩১৫ মিলিয়ন ডলার গ্রান্ট, যা ফেরত দিতে হবে না। বাকি ৩৮৫ মিলিয়ন ডলার লোন হিসেবে দেয়ার আগ্রহ দেখিয়েছে।

উগান্ডা সফরে দেশটির জমি লিজ নিয়ে তুলা, পামঅয়েল চাষের বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত একটি বাণিজ্যিক দল দেশটিতে যেতে পারে। পাশপাশি আফ্রিকার দেশগুলোতে কৃষিক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে।

হাসান মাহমুদ বলেন, ‘ন্যাম এবং সাউথ সাউথ সম্মেলনে সব দেশ বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। এসব দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। একারণে বিএনপির রিজভী সাহেব আরও আবোলতাবোল কথা বলছেন।’