কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২২ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এ আশ্বাস দেন।
মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
সাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পসহ ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মিশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
পরে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্যুভেনির তুলে দেন হাসপাতালের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন মেঘনা।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঢাকা আহ্ছানিয়া মিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর https://corporatesangbad.com/61645/ |