দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

Posted on January 23, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা। এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী শৈত্যপ্রবাহ। তীব্র শীতে থমকে যাচ্ছে মানুষের জীবনযাত্রা।বেলা বাড়ার পরও সূর্যের দেখা মিলছেনা।

ঘন কুয়াশা বৃষ্টির মত ফোঁটা ফোঁটা পড়ছে। উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করে দিচ্ছে। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে যাওয়ায় এ জেলায় গরমের সময় যেমন গরম শীতের সময় তীব্র শীত অনুভূত হয়।

আজ মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনি¤œ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৯ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে, রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা গেছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার মানুষ। তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভিড় করছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান হক জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।যা দেশের সর্বনিম্ন এবং বাতাসের আর্দ্রতাছিল ৯৭ শতাংশ। গত ক’দিনে ৪ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তিনি।