সাতক্ষীরার উন্নত ও নিরাপদ সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Posted on January 22, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ সবজি চাষ ও তৈল জাতীয় ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আশা’র নিজস্ব অর্থায়নে সোমবার(২২ জানুয়ারি) সকাল ১০টায় কলারোয়া উপজেলা উন্নয়ন পরিষদ প্রশিক্ষণ কক্ষে ৩০ জন কৃষক কৃষনীকে নিরাপদ সবজি চাষ ও তৈল জাতীয় ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হকের পরিচালনায় ও সংস্থাটির সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একই সংস্থার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আলি আহমেদ মিয়া, শাখা ব্যবস্থাপক শেখ মুন্নাফ ও সহকারী শাখা ব্যবস্থাপক দিবাকর দাস প্রমুখ।