পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ৩৩ কোটি ৭১ লক্ষ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৪২ কোটি ২২ লক্ষ ১৬ হাজার ৫২৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক পয়েন্ট ১৪.০৫ বেড়ে ৬২৫৪.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে ২১৪৭.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৬.৫৯ পয়েন্ট বেড়ে ১৩৮০.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-বিডি থাই, এসোসিয়েটেড অক্সিজেন, অরিয়ন ইনফিউশন, লাফার্জ হোলসেল সিমেন্ট, কর্ণফুলি ইন্সুঃ, দেশবন্ধু পলিমার, সী পার্ল রিসোর্ট, বীচ্হ্যাচারী, সন্ধানী ইন্সুঃ ও বিএসসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ঢাকা ডাইং, অলিম্পিক এক্সেসরিজ, খান ব্রাদার্স পিপি, প্রাইম ফার্স্টমি. ফা., ইনটেক লিঃ, আফতাব অটো, সেন্ট্রাল ফার্মা, সিমটেক্স, আইসিবিইপি মি. ফা-১ স্কিম-১ ও জাহিন স্পিনিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-বিবিএস কেবলস, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিঃ, এস আলম কোল্ড, এসএস স্টিল, তাল্লু স্পিনিং, ভিএসএফ থ্রেড, নিউলাইন ক্লোথিং, ফরচুন সুজ, ইস্কয়ার নিট কম্পোজিট ও ম্যাকসন স্পিনিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩২৭৯৭৫৯৯৪২৯.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে বেড়েছে লেনদেনও https://corporatesangbad.com/61515/ |