স্পোর্টস ডেস্ক : বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। টুর্নামেন্টে আজ রয়েছে দুটি ম্যাচ।
সোমবার (২২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে লড়বে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে নবাগত দল দুর্দান্ত ঢাকা। চলতি আসরের প্রথম ম্যাচে কুমিল্লাকে পাঁচ উইকেটে হারায় দলটি। ঢাকার শক্তি আজ আরেকটু বাড়বে বলে আশা করা যায়। দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অ্যালেক্স রস। সদ্য বিগব্যাশ লিগে খেলে এসেছেন তিনি।
অন্যদিকে, চট্টগ্রাম এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে রীতিমত উড়িয়ে দেয় দলটি। তুলে নেয় সাত উইকেটের বড় জয়। তবে, দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় খুলনা টাইগার্সের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে চার উইকেটে হারায় খুলনা।
দিনের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে শুরু হবে দুদলের ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুদলই। তামিম ইকবালের বরিশাল হারায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে পাঁচ উইকেটে হারায় তারকায় ঠাসা বরিশাল। তামিমের পাশাপাশি দলটিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজের মতো বড় তারকারা।
খুলনার বড় শক্তি তাদের তারুণ্য। তরুণদের নিয়ে গড়া দলে আছেন জাতীয় দলের অনেকেই। অধিনায়ক হিসেবে আছেন এনামুল হক বিজয়। পাশাপাশি আফিফ হোসেন, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী খেলছেন খুলনার জার্সি গায়ে। বিদেশিদের মধ্যে বড় নাম এভিন লুইস, শাই হোপ, দাসুন শানাকা। তাদের নিয়েই টানা দ্বিতীয় জয়ের ছক কষছে খুলনা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিপিএলে আজ মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম ও খুলনা-বরিশাল https://corporatesangbad.com/61353/ |