নিজস্ব প্রতিবেদক: প্রতারণার অভিযোগে আবাসন প্রতিষ্ঠান ডোম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। আদালতে দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার সকালে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান বলেন, আদালতে ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামের বিরুদ্ধে ১৩৬টি প্রতারণার মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্টও জারি করেন। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে রোববার সকালে চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতারণার মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডোম-ইনোর এমডি আবদুস সালাম গ্রেপ্তার https://corporatesangbad.com/61297/ |