তাড়াশে কৃষকের ৫ গরু চুরি

Posted on January 21, 2024

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গোয়াল ঘরের দরজার তালা ভেঙে কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গাজীউর রহমান গরু চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কালিদাসনীলি গ্রামের কৃষক আজাদ ও মুজিবর রহমান প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোনো এক সময় চোরের দল তাদের গোয়াল ঘরের তালা ভেঙে পাঁচটি ষাড় গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য আট লাখ টাকা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ কর্পোরেট সংবাদকে বলেন, ‘চুরি হওয়া গরুগুলো খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন হাটে লোক পাঠিয়েছি। আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম। কিভাবে ছেলে-মেয়েদের নিয়ে দিন কাটাবো বুঝতে পারছি না।’

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন কর্পোরেট সংবাদকে বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।’

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম কর্পোরেট সংবাদকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের লোকজন দিয়ে এলাকা পাহারা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, ১৫ দিনের ব্যবধানে তাড়াশে ১৭টি গরু চুরি হয়েছে।