নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোয়ারা, খান ও এনায়েত গার্মেন্টসের শ্রমিকরা। আজ রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর ১০, ১৩, ১৪ নম্বরের দুপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং মিরপুর ১০ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, মিরপুর ১০ নম্বরের (প্যারিস রোড) মনোয়ারা, খান ও এনায়েত গার্মেন্টসের কয়েকশ শ্রমিক ডিসেম্বর মাসের আংশিক বেতন ও সাম্প্রতিক সময়ে ঘোষিত নতুন মজুরি কাঠামোতে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে গত তিন দিন ধরে কারখানার সামনে অবস্থান নেন।
তবে মালিকপক্ষ জানিয়েছে, এ গার্মেন্টস ৩টি সাব কন্ট্রাক্টভুক্ত ও লোকাল গার্মেন্টস হওয়ার কারণে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে পারবে না তারা। তাই আগে থেকেই কারখানা বন্ধ রেখেছে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত মাসের আংশিক বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। মালিকপক্ষ তাদের দাবি না মেনে উল্টো কারখানা বন্ধ রেখেছে।
ডিএমপির পল্লবী জোনের এসি শাহিদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বেতনের ব্যাপারে আজ বিকালে মালিক ও শ্রমিকপক্ষ কারখানা পরিদর্শন অধিদপ্তরে আলোচনায় বসবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ https://corporatesangbad.com/61183/ |