গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
রোববার সকাল ১১ টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে, ওই এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে জমি দখল নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা হাতে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ https://corporatesangbad.com/61140/ |