তাড়াশে একরাতে ৭টি শ্যালো মেশিন চুরি

Posted on January 20, 2024

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বোরো ধানের মাঠ থেকে এক রাতে সাতটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার ভাদাশ ও ওয়াশীন মৌজায় ঘটনাটি ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- ভাদাশ গ্রামের বেলায়েত হোসেন, ভুট্ট, সাইফুল ইসলাম, মিলন সেরাজপুর গ্রামের আব্দুল সালাম, আবু সাঈদ ও ওয়াশীন গ্রামের খাইরুল ইসলাম।

ভাদাশ গ্রামের বেলায়েত হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে এলাকার কৃষকেরা জমিতে শতাধিক মেশিন রেখে নির্বিঘ্নে সেচকাজ চালিয়ে আসছিলেন। কখনো পাহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু হঠাৎ করেই গত বুধবার দিবাগত রাতে তাঁদের শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে অন্য কৃষকরাও শঙ্কিত হয়ে পড়েছেন।'

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, সাতটি মেশিনের আওতায় থাকা প্রায় ১৫০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এখন বোরোধান রোপণের মৌসুমের পুরো প্রস্তুতি চলছে। এই মুহূর্তে মেশিনগুলো চুরি হয়ে গেল। এখন জমিতে সঠিক সময়ে সেচ দিতে নতুন করে মেশিন কিনতে হবে। এতে করে বাড়তি খরচের মুখে পড়তে হবে।'

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ের এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।