কর্পোরেট ডেস্ক: সাউথ বাংলাএগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবুজাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৭তম সভায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আবদুল কাদির মোল্লা, মোহাম্মদ আইয়ুব, আনোয়ার হোসেন, মোহাম্মদ নাওয়াজ, মোঃ ইমদাদুল হক,মুহাম্মদ হেলাল উদ্দিন, সোহেল আহমেদ এবং মোহাম্মদ মাহবুবুর রহমান।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের নেতৃত্বে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ থেকেও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য যে, আবুজাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান শফিউদ্দিন এমপি নির্বাচিত হওয়ায় পর্ষদের অভিনন্দন https://corporatesangbad.com/60952/ |