মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪৯০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা ও ২টি বাইক সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) ভোরে চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযান চলিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক কররে সক্ষম হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদীমুড়া এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ জাহেদ (২২),টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব(২৩) ও উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধ্রুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মফিজ উদ্দিন(২৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৯ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি নেওয়ার হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ আটক ৩ https://corporatesangbad.com/60647/ |