কর্পোরেট ডেস্ক: আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পদ্মা ব্যাংক পিএলসি করা হয়েছে। সম্প্রতি রাজধানীর এক হোটেলে লিমিটেড এর বদলে পিএলসি লেখা নামের উন্মোচন করা হয়। এখন থেকে পদ্মা ব্যাংকের সবধরনের দাপ্তরিক কাজে পিএলসি ব্যবহার করতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদ্মা ব্যাংক পিএলসির আনুষ্ঠানিক ঘোষণা দেন চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
পরিচালকমন্ডলীর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরশেদুল কবীর (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অগ্রণী ব্যাংক পিএলসি) মো. আবুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি), শাহনুল হাসান খান, জাহিদুর রহমান এফসিএ সৈয়দ রফিকুল এবং ড. ফারহানা মোনেম (স্বতন্ত্র পরিচালক)।
এছাড়া, অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো কাজী মো. তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআইসিসিও ফয়সাল আহসান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পদ্মা ব্যাংকের নামের সাথে যুক্ত হল পিএলসি https://corporatesangbad.com/60552/ |