সূচক বাড়লেও কমেছে লেনদেন

Posted on January 17, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৩টি কোম্পানির ১৬ কোটি ৬৭ লক্ষ ২৪ হাজার ৮২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৬০ কোটি ৮ লক্ষ ১১ হাজার ১৮৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক পয়েন্ট ১৪.৫৯ বেড়ে ৬৩৪৬.২১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.০৬ পয়েন্ট বেড়ে ২১৩৮.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১৩৯০.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-বীকন ফার্মা, অরিয়ন ইনফিউশন,পাওয়ার গ্রীড, বীচ্হ্যাচারী, সী পার্ল রিসোর্ট, বিএসসি ,সন্ধানী ইন্সুঃ, বিডি থাই, নাভানা ফার্মা ও মেঘনা লাইফ ইন্সুঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ইনটেক লিঃ, বীকন ফার্মা, লিব্রা ইনফিউশনস, বিডি থাই, জিকিউ বলপেন, এডিএন টেলিকম, বীচ্হ্যাচারী, আফতাব অটো, আলিফ ইন্ডাঃ ও সী পার্ল রিসোর্ট।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-কনফিডেন্স সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, ক্রিস্টাল ইন্সুঃ, মেঘনা লাইফই ন্সুঃ, মাইডাস ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সন্ধানী ইন্সুঃ, সোনালি লাইফ ইন্সুঃ, আইএলএফএস লিঃ ও নিটল ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৮৮৪৪৯২৯৬৪২৩৫.০০।