নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর জংশনে তুরাগ কম্পিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়র ৩ ঘন্টা পর উদ্ধার করেছে উদ্ধারকারী। ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করার সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টর আবুল হোসেন জানান, বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে জয়দেবপুর আসে। পরে ট্রেনটি চার নাম্বার লাইন থেকে ৩ নাম্বার লইনে উঠার সময় পয়েচম্যান লাইটি নিজহাতে বানানোর পরে ট্রেনের ড্রাইবারকে ক্লিয়ারেন্স দিবে অথবা পয়েচম্যান ইঞ্জিনে উঠে লাইন ক্লিয়ার করবেন। পয়েচম্যান লাইন বানানোর আগেই ড্রাইভার ইঞ্জিনটি চালিয়ে যান। এতে ওই পয়েন্ট বরাবর গেলে ট্রেনের ইঞ্জিন লাইচুত হয়।
জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত ব্যাহত হয়নি। পৌনে ১১ টার দিকে উদ্ধারকারী দল ইঞ্জিনটির উদ্ধার কাজ সম্পন্ন করেছে ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত, ৩ ঘন্টা পর উদ্ধার https://corporatesangbad.com/60468/ |