কুমিল্লার অধিনায়ক লিটন

Posted on January 17, 2024

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরই মধ্যে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা।

এদিকে বিপিএলের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ব্যাটার ইমরুল কায়েসের নাম। তার নেতৃত্বে তিনটি আসরে শিরোপা জিতেছে দলটি। তবে, দশম আসরের আগে কায়েসকে অব্যাহতি দিয়ে নতুন অধিনায়ক হিসেবে ওপেনার লিটন দাসকে বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি। নেতৃত্ব হারালেও ওপেনার হিসেবেই দলে খেলবেন কায়েস।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নতুন অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে কুমিল্লা। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা লিখেছে, 'বিপিএল-এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপার ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভ কামনা।'

ইতোমধ্যে জাতীয় দলে অধিনায়কত্ব করার সুযোগ হয়েছে লিটনের। সেই অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান তিনি। বিপিএলের অন্যতম সফল এই ক্রিকেটার, এবার অধিনায়ক হিসেবেও সফলতম দলের হয়ে দায়িত্ব গ্রহণ করলেন।

খেলোয়াড় হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন কুমিল্লার এই নবাগত অধিনায়ক। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২০১৩ সালে, কুমিল্লার হয়ে ২০১৫ সালে, রাজশাহী রয়্যালসের হয়ে ২০২০ সালে, এরপর সর্বশেষ ২০২২ ও ২০২৩ সালে কুমিল্লার হয়ে শিরোপা জিতেছেন লিটন।

কুমিল্লার হয়ে খেলোয়াড় হিসেবে ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ৯ ম্যাচে ২০৯ রান এবং ১৩ ম্যাচে ৩৭৯ রান করেন। গত দুই মৌসুমে দলটির শিরোপা জয়ে লিটনের ভূমিকা ছিল ব্যাট হাতে।

আরও পড়ুন:

সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি

বিপিএলের টিকিটে মূল্য নির্ধারণ

হলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ হলেন মেসি