চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। এরপর সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।
রাত থেকেই কুয়াশাচ্ছন্ন চুয়াডাঙ্গার প্রকৃতি। গতকাল মঙ্গলবার দুপুরে এক ঝলক সুর্যের দেখা মিললেও উত্তাপ ছিলনা। কনকনে ঠান্ডায় জনজীবনে বিপর্যস্ত নেমে এসেছে। হাঁড় কাপানো শীতে বিপাকে পড়েছে এ জেলার খেটে খাওয়া মানুষ।
এ ধরনের তাপমাত্রা আরো দু'তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্র।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস https://corporatesangbad.com/60403/ |