বিজ্ঞাপনী ও জনসংযোগ সংস্থা ট্রিউন গ্রুপের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আলমগীর হায়দার গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আলমগীর হায়দার দীর্ঘ দুই দশক ধরে ট্রিউন গ্রুপ ও বাংলাদেশ মনিটর আয়োজিত ইভেন্ট ও অ্যাক্টিভেশন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০০২ সাল থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি একজন সক্রিয় ও নিবেদিত সমাজকর্মী হিসেবে আন্তর্জাতিক রোটারেক্ট ও রোটারি কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত ছিলেন। আলমগীর হায়দার ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) এবং পরবর্তীকালে রোটারি ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রোটারি ডিস্ট্রিক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মনিটর ম্যানেজমেন্ট ও তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ট্রিউন গ্রুপের আলমগীর হায়দার মারা গেছেন https://corporatesangbad.com/60377/ |