আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডে ডিবি পুলিশ দেখে এক চোরাকারবারি মোটরসাইকেল ও ৭ কেজি রুপার গহনা ফেলে পালিয়ে গেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসিরা জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় এক ব্যাক্তি চুয়াডাঙ্গা অভিমুখে মোটরসাইকেল যোগে বাসস্ট্যান্ড অতিক্রম করতে গেলে ডিবি পুলিশ তাকে দাড়াতে বলে। ডিবি পুলিশ দেখে চোরাকারবারি অনটেস্ট মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে জনসম্মুখে ডিবি পুলিশ মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৭ কেজি রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ৭ কেজি রুপাসহ মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আসামী আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পুলিশ দেখে ৭ কেজি রুপা ফেলে পালালো চোরাকারবারি https://corporatesangbad.com/60262/ |