নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ : নসরুল হামিদ

Posted on January 16, 2024

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘সবার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বর্তমানে গ্যাসের কিছুটা সংকট রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ সংকট দূর করার সর্বোচ্চ চেষ্টা চলছে।’

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ , ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে আগামী তিন বছরের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের একটি খসড়া পরিকল্পনা হাজির করেছেন টানা তৃতীয় মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাস উত্তোলনের বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘দেশে শিল্প কলকারখানা বেড়ে চলেছে। এটাকে মাথায় রেখে আমাদের গ্যাসক্ষেত্র অনুসন্ধানে মনোযোগী হতে হচ্ছে। আরও ১০০টি নতুন গ্যাস কূপ খননকাজ আমরা শিগগির শুরু করব।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিষয়টি নিয়েও কাজ করছি। বোরো উৎপাদন ঠিক রাখতে হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।’

নসরুল হামিদ বলেন, ‘সামনে আমাদের আরও চ্যালেঞ্জ আসতে পারে। ওসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।’