বিনোদন ডেস্ক : দীর্ঘ ১১ বছর প্রেমের পর প্রেমিকা ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। পারিবারিক আয়োজনে গত বছরের ১৩ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।
সোমবার (১৫ জানুয়ারি) পল্লব বলেন, আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম ছিল। সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম আমাদের। আর বিয়ে মাত্র করলাম।
তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি বা মার্চের দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবর প্রকাশের ইচ্ছা ছিল। এখন প্রকাশ হয়েছে, তাতে সমস্যা নেই। বিয়ে তো করেছি। আপনারা সবাই আমাদের প্রার্থনায় রাখবেন।
অভিনেতার স্ত্রী রাহী বলেন, ২০১২ সালে প্রথম পরিচয় হয় আমাদের। তারপর একে অপরের সঙ্গে কথা বলতাম। আমি আবার ফটোশুটের কিছু কাজ করতাম। পল্লবের সঙ্গেও কাজ করেছি একটা। সেটি ছিল একটি বিজ্ঞাপনচিত্র। পরে ফোনে কথা হতো আমাদের। দেখাও হতো। দু’জন ঘুরতে যেতাম।
তিনি বলেন, আমরা একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম সে (পল্লব) ভালো মানুষ, তখন ভাবলাম তাকেই আগামী জীবনের মানুষ হিসেবে চাই। আর দুই বছর আগে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তারপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়ে করি।
এর আগে মডেল পল্লব বিয়ে না করায় ভীষণ চিন্তিত ছিলেন তার মা। এ কারণে বিভিন্নভাবে ছেলেকে বিয়ে করানোর চেষ্টা করতেন। তবে এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে অভিনেতার মায়ের। ছেলের স্ত্রীর মুখ দেখতে পেলেন। পাত্রী ওয়াহিদা রাহী ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার। আর ছেলে এখন সংসারী।
প্রসঙ্গত, ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি, অপরূপ সুন্দর লাগছে/ এই মনের গভীরে, যার ছবি আঁকা আছে, তুমি সেই সুন্দর চোখে ভাসছে’―নব্বই দশকে প্রচার হওয়া এ বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলটি ছিল জনপ্রিয়। এতে মডেল হয়েছিলেন পল্লব, আর তার সঙ্গে ছিলেন রিয়া।
পল্লবের জার্নি হয়েছে আফজাল হোসেনের পরিচালনায় গার্লিক অয়েল পণ্যের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে। ১৯৯১ সালে বিজ্ঞাপনটিতে মডেল হওয়ার সময় তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায়। এরপর অবশ্য শতাধিক বিজ্ঞপনচিত্রে মডেল হয়েছেন। অপি করিম, তারিন, রিয়া, সুইটি, মৌ, তানিয়াসহ বহুল জনপ্রিয় তারকাদের সঙ্গে দেখা গেছে তাকে।
১৯৯৫ সালে অভিনয়ও করেন। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অথিথি শিল্পি হিসেবে দেখা যায় তাকে। এছাড়াও সিনেমায় নাম লেখিয়েছেন। শাহীন সুমন পরিচালিত ‘বিয়ে বাড়ি’ সিনেমায় শাকিব খান ও রোমানার সঙ্গে দেখা গেছে পল্লবকে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১১ বছর প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব https://corporatesangbad.com/60178/ |