নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলেরর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলম। এর আগে নওফেল শিক্ষা উপমন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব ছিলেন শাহগীর আলম।
গতকাল রোববার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। শাহগীর আলম এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন।
গত বছরের ১১ ডিসেম্বর তাকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শিক্ষামন্ত্রীর পিএস হলেন শাহগীর আলম https://corporatesangbad.com/60068/ |