কবি ও গীতিকার জাহিদুল হকের মৃত্যুতে বাংলা একাডেমির শোক

Posted on January 15, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : ষাটের দশকের বিশিষ্ট কবি, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, বাংলা একাডেমির ফেলো জাহিদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জাহিদুল হক বাংলা কবিতায় যুক্ত করেছিলেন নতুন মাত্রা। উচ্চকণ্ঠের বিপরীতে সংবেদী অথচ সবল উচ্চারণ তাঁকে বাংলা কবিতাভুবনে বিশিষ্ট স্থান দান করেছিল। কবিতা ছাড়াও প্রবন্ধ ও গল্পেও তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। বাংলাদেশের গানের ভুবনে ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ সহ অজস্র কালজয়ী গানের গীতিকার হিসেবেও তিনি স্মরণীয়।

বাংলা একাডেমি প্রয়াত কবি জাহিদুল হকের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে গভীর সমবেদনা।