নিজস্ব প্রতিবেদক: সাজার মেয়াদ শেষের পরও মৌলভীবাজার কারাগারে থাকা গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে সারাদেশের কারাগারগুলোতে সাজার মেয়াদ শেষের পরও থাকা বিদেশি বন্দীদের তালিকা দাখিল করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী বিভূতি তরফদার। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সমস্ত বিদেশি নাগরিকদের আইনি সহায়তা দিতে সেল গঠনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়।
লিগ্যাল নোটিশে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও মৌলভীবাজার জেলা প্রশাসককে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় লিগ্যাল নোটিশে। এরপরই গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের https://corporatesangbad.com/60011/ |