বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন বুবলী।
বুবলী জানালেন, কলকাতার ছবিতে অভিনয় করছেন। রাশেদ রাহার পরিচালনায় ছবিটির নাম ‘ফ্ল্যাশ ব্যাক’।
এ ছবিতে বুবলীর সঙ্গে থাকছেন ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত ‘ফ্ল্যাশ ব্যাক’ হচ্ছে পুরোপুরি কলকাতার ছবি। গেল ৯ জানুয়ারি থেকে কলকাতার ছবিটির শুটিং শুরু হয়েছে, শেষ হবে চলতি মাসেই।
পরিচালক রাশেদ রাহা ঢাকার নির্মাতা। এর আগে তিনি বহু নাটক বানিয়েছেন। শাকিব খানকে নিয়ে ২০১৯ ‘নোলক’ নামে একটি ছবি করেছিলেন। যদিও প্রযোজক-পরিচালকের দ্বন্দ্বে শেষ পর্যন্ত ‘নোলক’ থেকে সরে যান রাশেদ রাহা। এবার তিনি টলিউডের ছবি নির্মাণ করছেন।
এতে অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলী, শ্বেতা চরিত্রে বুবলী এবং ডিকে চরিত্রে অভিনয় করছেন সৌরভ। এমনটা জানিয়েছেন চিত্রনাট্যকার খাইরুল বাসার নির্ঝর।
‘ফ্ল্যাশ ব্যাক’র গল্প অনেকটা এমন, মঞ্চ নাটকের একসময়ের দাপুটে অভিনেতা অঞ্জন। বহুদিন ধরে তিনি আড়ালে। অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। হঠাৎ অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে, শ্বেতা ইয়াং ফিল্মমেকার। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কলকাতার সিনেমায় বুবলী https://corporatesangbad.com/59955/ |