রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলা রায়ঘাটি ইউনিয়নে অবৈধ ট্রাক্টরে মাটি পরিবহনের দায়ে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের হাটরা মোড় সংগ্লন্ন রাজশাহীর নওগাঁ মহাসড়কের উপর এ জরিমানা করেন বাংলাদেশ ট্রাফিক পুলিশ এর মোহনপুর শাখার সার্জেন্ট আব্দুর রাজ্জাক।
সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের লালোইচ গ্রাম থেকে অবৈধ ট্রাক্টরে করে মাটি পরিবহন করে রাজশাহী-নওগাঁ মহাসড়ক নষ্ট করছিলো। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ট্রাফিক পুলিশ এর মোহনপুর শাখার সার্জেন্ট আব্দুর রাজ্জাক অবগত হলে তিনি দ্রুত সকল অবৈধ ট্রাক্টর বন্ধ করতে থাকে। এরপর ঘটনাস্থলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকার অবস্থান নিলে মাটি পরিবহনের মূলহোতা এমআরএ ভাটার মালিক রমজান আলি দলবল নিয়ে গিয়ে তার লোকজন দিয়ে সুরঞ্জিতকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে, পরবর্তীতেও অবৈধ ট্রাক্টরে করে মাটি পরিবহনের হুশিয়ারি দিতে থাকে এ রমজান। পরিস্থিতি স্বাভাবিক করে মহাসড়কে অবৈধ ট্রাক্টর চলাচলের দায়ে চালক আহমেদ, আক্কাস ও শাহিনুরকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন সার্জেন্ট আব্দুর রাজ্জাক। পরে মহাসড়কে অবৈধ ট্রাক্টর চলাচলকে নিষেধও করেন তিনি।
এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকার বলেন, বর্তমানে রমজান এখানে দুইটা ভাটা করেছে, এতে করে আমাদের এলাকার ডাব, ফল-মূল ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। রমজান অত্র এলাকার কৃষি জমিতে পুকুর খনন করে মাটি পরিবহন করে সরকারি রাস্তার ক্ষতি করছে, তার মাটি পরিবহনের ফলে এলাকায় দুর্ভোগের পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আজ আমি অবৈধ ট্রাক্টর চলাচলের অভিযানে এলাকাবাসির স্বার্থে উপস্থিত হলে রমজানের ভাই আমাকে বলে ট্রাক্টরের সামনে দাঁড়ালে পিসে দিবো, প্রশাসন আমাদের পকেটে আছে। আমি এই রমজানের ভাটা ও মহাসড়কে অবৈধ ট্রাক্টর বন্ধের জন্য দাবি জানাচ্ছি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মোহনপুরে অবৈধ ট্রাক্টরে মাটি পরিবহনের দায়ে জরিমানা https://corporatesangbad.com/59898/ |