সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

Posted on January 14, 2024

পুঁজিবাজার ডেস্ক ; সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ২০ কোটি ২৬ লক্ষ ১৩ হাজার ৫৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৬৪ কোটি ৯৪ লক্ষ ২৫ হাজার ৩২৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১.১১ পয়েন্ট বেড়ে ৬৩০২.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে ২১১৯.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ২.৩২ পয়েন্ট কমে ১৩৭৩.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সী পার্লবীচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কর্ণফুলী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, সী পার্ল বীচ, গোল্ডেন জুবিলী মিঃ ফাঃ, সামিট এলায়েন্স পোর্ট, এমারেল্ড অয়েল, মেঘনা ইন্স্যুরেন্স ও ডিবিএইচ ফার্স্ট মিঃ ফাঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-বিডি থাই, সেন্ট্রাল ফার্ম, খুলনা প্রিন্টিং, এফএএস ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসোরিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, শ্যামপুর সুগার, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড ও ইন্টার ন্যাশনার লিজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৮৬১৮৮৩৯১৫১৯১.০০।