সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। তবে এবার সিরাজগঞ্জ জেলার কোন এমপিকে স্থান দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের একটানা ১৫ বছরের শাসনামলে সিরাজগঞ্জ জেলায় কোন পূর্ণমন্ত্রী করা হয়নি। এখানে একজন এক মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এ বছর সিরাজগঞ্জের ৬টি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এমপি নির্বাচিত হয়েছেন। ধারণা করা হয়েছিল ওই ৬জনের মধ্যে থেকে যে কোন একজনকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়া হবে।
সিরাজগঞ্জের কৃতিসন্তান মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপটেন এম মুনসুর আলী ১৯৭৩ সালে বঙ্গবন্ধরু সরকারে প্রথমে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসেন। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৫ সালের ১৪ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় বেলকুচি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল মমিন তালুকদারও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের শাসনামলে মন্ত্রীত্ব পান অধ্যাপক ডাঃ এম এ মতিন।
তিনি জিয়া ও এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, যুব উন্নয়ন, বেসরকারি বিমান ও পর্যটন, বাণিজ্য, যোগাযোগ, পূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো ৯টি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি উপ-প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে বিএনপির আমলে চৌহালী আসনের সাংসদ আনছার আলী সিদ্দিকী পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মোহাম্মাদ নাসিম স্বরাষ্ট্র, ডাক তার ও টেলিযোগাযোগের মত গুরুত্বপুর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।
এ সময় শাহজাদপুর আসনের সাংসদ হাসিবুর রহমান স্বপন শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকারের আমলে মোঃ আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে আওয়ামী লীগ (মহাজোট) সরকার ক্ষমতায় এলে মোহাম্মাদ নাসিম স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনেই বিপুল ভোটে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীগন জয় লাভ করেন।
এ সময় জেলার জনসাধারণ আশায় বুকবেধে ছিলেন যে এ বছর অন্তত ১টি মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সিরাজগঞ্জবাসী পাবেন। কিন্তু মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা প্রকাশের পর আশাহত হয়েছে সিরাজগঞ্জ বাসী।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জের কেউ মন্ত্রিসভায় নেই, ৬টি আসনই আওয়ামী লীগের https://corporatesangbad.com/59861/ |