নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

Posted on January 14, 2024

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামীকাল সোমবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রোববার ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মো. ফরহাদ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রথম দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। যদিও শুক্রবার টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে নতুন মন্ত্রীদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।