আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নির্মাণকাজ করার সময় সাততলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী চাপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে। আহতরা হলেন-নওগাঁ জেলার পানিহারা গ্রামের রবি দাসের ছেলে উত্তম কুমার দাস (২৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক রহমান (২৪)।
আহত আশিক রহমান বলেন, আমরা সাততলায় লিফটে ঢালাই এর প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় উত্তম কুমার ও ইয়াসিন আলী ভারা ভেঙ্গে লিফটের নিচে পড়ে যায়। আমিসহ দুজন লাফ দিয়ে ছাদে যায়। এসময় আমিও আহত হই। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ইয়াসিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন ইয়াসিন। আহত উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে উত্তম কুমারকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় সাততলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু https://corporatesangbad.com/59774/ |