নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে শপিং ব্যাগের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি খেতে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালের দিকে উপজেরার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি খেতে শপিং ব্যাগের ভিতরে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। একই সাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নোয়াখালীতে সবজি খেতে মিলল নবজাতকের মরদেহ https://corporatesangbad.com/59723/ |