তাড়াশে ১ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৪ শতাধিক

Posted on January 13, 2024

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক হারে শীতকালীন ডায়রিয়া ও শিশুদের নিউমোনিযার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আন্তঃ এবং বর্হির বিভাগে শিশু, বয়স্ক ব্যক্তিসহ প্রায় চার শতাধীক ডায়রিয়া ও প্রায় দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগি চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এখনও হাসপাতালে আন্তঃ ও বর্হির বিভাগে চিকিৎসা নিয়েছেন এমন রোগীর অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একাধিক চিকিৎসকরা জানিয়েছেন, এতে আতংকিত হওয়ার কারণ নেই। কারণ সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন হলো চলনবিল অধ্যুষিত তাড়াশে শীতের তীব্রতা বেড়েছে। এতে করে শিশু ও বয়স্ক মানুষের কষ্ট বেড়ে গেছে। গত ১ মা‌সে জরুরী ও বর্হির বিভাগে প্রায় তিন শতাধীক ডায়রিয়া ও দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়েছেন। আর ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত অধিকাংশই শিশু এবং বৃদ্ধ।

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মুলত শীতকালে কখনও কখনও ডায়রিয়া ও নিউমোনিয়ায় প্রকোপ বৃদ্ধি পায়। আর এবারও শীতের তীব্রতা বাড়ার সাথে এ এলাকায় শীতকালীন ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী একটু বেড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আর এমনিতেই বর্তমান সময়ের ডায়রিয়া আক্রান্ত রোগীরা সরকারি এ হাসপাতালে চিকিৎসা নিলে তিন থেকে চার দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। শীতের এ সময়ে সবাইকে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তি‌নি।