বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে।
সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ।
ছবি পোস্ট করে ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লিখেছেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।
জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।
জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।
প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান মিডিয়ায় পা রাখেন ২০১১ সালে। এরপর নাটকের পাশাপাশি সিনেমা, ওয়েবফিল্মেও কাজ করতে দেখা গেছে তাকে। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনও ছড়িয়ে ছিল জোভানের। তবে সেসবকে গুঞ্জনই রেখে মিডিয়ার বাইরে এক সাধারণ মেয়েকেই জীবন সঙ্গী করলেন জনপ্রিয় এ অভিনেতা।
আরও পড়ুন:
‘মীর জাফর: চ্যাপ্টার টু’তে ফেরদৌস, বিপরীতে শ্রীলেখা-শ্রাবন্তী
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিয়ে করলেন জোভান https://corporatesangbad.com/59641/ |