তাড়াশে নামাজরত অবস্থায় মারধর, বৃদ্ধার মৃত্যু

Posted on January 13, 2024

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে নামাজরত অবস্থায় ভাতিজা ও নাতিদের মারধরে আহত এক বৃদ্ধা নারী ৫ দিন পর মারা গেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নওগা ইউনিয়নের বড়ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফাতেমা বেগম ওই গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী।

তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিহতের ছেলে জহিরের বউ রেশমার সাথে নাতি আরিফের বউ মীমের মধ্যে ঝগড়া শুরু হয়।

এরপর নিহতের আরেক ছেলে হাসানের বউ মেহেরজান ঝগড়া থামাতে গেলে উভয়পক্ষের মধ্যে আরো বেশি ঝগড়া বেধে যায়। ওই সময় নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও তার ছেলে আরিফ এবং আরেক ভাতিজা আলমাছ আলী ও তার দুই ছেলে বাদশা ও ইমন মিলে লাঠিসোটা দিয়ে নিহতের ছেলের বউ রেশমা ও মেহেরজানকে মারধর করে এবং ঘরের ভিতর গিয়ে নামাজরত অবস্থায় থাকা বৃদ্ধা ফাতেমা বেগমকেও মারধর করে আহত করেন।

তিনি আরো জানান, আহত অবস্থায় ওই দিনই ফাতেমা বেগমকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে বুধবার তাকে বাড়িতে আনা হয়।

এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে আজ শুক্রবার সকালে তাকে আবারও একই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘খবর পেয়ে আজ শুক্রবার বিকেলে পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।