আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রতিবেশি দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলা চালানোর ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে রিয়াদ সেখানের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
সংযত হওয়া এবং উত্তেজনা এড়ানোর কথা উল্লেখ করে ঐ বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেন প্রজাতন্ত্রের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তারা সেখানের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইয়েমেনে বিমান হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ সৌদি আরবের https://corporatesangbad.com/59567/ |