পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটনের কোম্পানি লিমিটেডের ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। আজ থেকে ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে জানা গেছে, বর্তমানে ১ হাজার বর্গফুট অফিস এলাকা সহ মোট উৎপাদন এলাকা ১১ হাজার বর্গফুট। প্রতিষ্ঠানটি শতভাগ জেনুইন চামড়ার জুতা উৎপাদন করছে। বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫৩০ জোড়া এবং বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া। উৎপাদন ব্যবস্থা আধা স্বয়ংক্রিয়।
কোম্পানিটির ট্যানারি ইউনিটের প্রত্যাশিত টার্নওভার হবে ২৫ কোটি টাকা। এবং বার্ষিক প্রত্যাশিত আয় বছরে ২ কোটি টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইমাম বাটনের ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু https://corporatesangbad.com/59381/ |